ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাতক্ষীরায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৪, ১৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে স্বামীর দেওয়া আগুনে মারাত্মক দগ্ধ গৃহবধূ টুম্পা খাতুন মারা গেছেন।

সাতদিন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তিনি   মারা যান।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম শাহিন জানান, পিরোজপুর গ্রামের সাইফুল ইসলাম পেশায় ঘের ব্যবসায়ী। পাশাপাশি তিনি এলাকায় যাত্রাদল পরিচালনা করেন। গোপালগঞ্জ জেলার অধিবাসী টুম্পা খাতুনের সঙ্গে সাইফুলের পরিচয় ও বিয়ে হয় যাত্রাদলের সুবাদে।

তিনি আরো জানান, টুম্পা খাতুন সাইফুলের পাঁচ স্ত্রীর মধ্যে তৃতীয়। মাসখানেক আগে যাত্রাদলের এক নারীকে বিয়ে করার পর টুম্পার সঙ্গে সাইফুলের বিরোধ শুরু হয়। এর জের ধরে ১০ জুন রাতে সাইফুল তার স্ত্রী টুম্পার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে টুম্পার শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যায়। প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে টুম্পা খাতুন মারা যান।

 

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/১৬ জুন ২০১৭/এম.শাহীন গোলদার/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়