ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাদা পাথরে বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাদা পাথরে বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, সিলেট : আট বন্ধু বেড়াতে গিয়েছিলেন সিলেটের ভোলাগঞ্জের জিরোপয়েন্টের সাদাপাথর এলাকায়। জিরোপয়েন্টের সফেদ পাথর তাদের মুগ্ধ করেছিল। সেজন্য তারা নেমে পড়েছিলেন সফেদ পাথরের স্বচ্ছ জলরাশিতে গোসল করতে। কিন্তু সাঁতার না জানায় ধলাই নদীতে তলিয়ে যান এক বন্ধু হাসানুর রহমান আবির (২৫)।

রোববার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আবির সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করেছেন। তিনি নগরীর চৌকিদেখী এলাকার মিজানুর রহমানের ছেলে। তার খোঁজে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করেছেন ডুবুরিরা।

লিডিং ইউনিভার্সিটির পাবলিক রিলেশন্স অফিসার আলমগীর হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবির তার আট বন্ধু মিলে ভোলাগঞ্জ জিরো পয়েন্টের সাদা পাথর এলাকায় বেড়াতে যায়। কিন্তু সাঁতার না জানায় পানির তোড়ে তলিয়ে যায় আবির। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। সেখানে ওই ছাত্রের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে। তবে বিকেল পর্যন্ত তার সন্ধান মেলেনি বলে জানান তিনি।

 

রাইজিংবিডি/সিলেট/০৭ জুলাই ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়