ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সানজু এখন ‘বাঙালি বধূ’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সানজু এখন ‘বাঙালি বধূ’

স্বামীর সঙ্গে সানজু

একসঙ্গে কাজ করার সুবাদে বাংলাদেশি যুবকের সঙ্গে প্রেম, সেই প্রেমের পরিণতি দিতে প্রেমিককে নিজ দেশ নেপালে নিয়ে বিয়ে করেন সানজু কুমারী খাত্রী (২০)।

পরে স্বামীর হাত ধরে নেপাল থেকে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শ্বশুর বাড়ি এসেছেন তিনি।

সখীপুর উপজেলার কাকাড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হুমায়ুন কবীবের ছেলে নাজমুল হোসেনকে বিয়ে করেছেন সানজু।

প্রায় চার বছর আগে মালয়েশিয়ায় একটি কোম্পানিতে কাজ করার সময় সানজুর সঙ্গে নাজমুলের পরিচয়। পরে সেটি প্রেমের সম্পর্কে গড়ায়। ১৫ দিন আগে নববধূকে নিয়ে নাজমুল বাড়িতে এসে ওঠেন।

নাজমুলের বাড়িতে গিয়ে দেখা যায়, বাঙালি বধূর মতো বাড়ির স্বাভাবিক কাজ-কর্ম করছেন নেপালি সানজু। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি সানজু কুমারী খাত্রী থেকে হয়েছেন খাদিজা খাতুন। 

সানজুর আচরণ ও পোশাক বাঙালি বধূর মতো হলেও ভাষাগত কিছু সমস্যা আছে। তিনি বাংলা ভাষা বোঝেন কিন্তু বলতে সমস্যা হয়।

মালয়েশিয়া থেকে দুজনে নেপালে গিয়ে আদালতে বিয়ে করেন। এরপর দেশে এসে টাঙ্গাইলে আদালতের মাধ্যমে ফের বিয়ে করেন তারা। নেপালের কাঠমান্ডু শহরে সানজুর বাবার বাড়ি।

নাজমুল হোসেনের মাধ্যমে সানজু জানান, বাংলাদেশের সংস্কৃতি ও গ্রাম্য পরিবেশ তার ভালো লেগেছে। নাজমুলকে তিনি অনেক ভালোবাসেন। তিনি আর নেপালে ফিরে যাবেন না।

নাজমুল বলেন, ‘একটি হিন্দু মেয়ে ভালোবেসে মুসলমান হয়ে আমাকে বিয়ে করেছে। নিজের চিরচেনা পরিবেশ ছেড়ে আমার হাত ধরে অচেনা দেশে এসেছে। আমি ওর প্রতি কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘সব পরিস্থিতিতে আমি ওকে আগলে রাখবো।’

নাজমুলের বাবা হুমায়ুন কবীর বলেন, ‘ছেলের বউ দেখে খুশি হয়েছি। ওদের আনন্দেই আমরা আনন্দিত।’


টাঙ্গাইল/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়