ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাপে কাটা স্ত্রীকে বাঁচাতে গোবর চাপা

শাহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১১, ৪ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাপে কাটা স্ত্রীকে বাঁচাতে গোবর চাপা

শাহিদুল ইসলাম : ভারতের একটা বড় অংশের মানুষের কাছে গোবর অত্যন্ত পবিত্র। গোবরের নানা রকম আশ্চর্য ক্ষমতা নিয়ে তাদের মধ্যে বিভিন্ন রকম কুসংস্কার ও অন্ধ বিশ্বাস প্রচলিত রয়েছে। কেউ কেউ মনে করেন গোবর দিয়ে সাপে কাটা রোগী ভালো করা সম্ভব। এমন বিশ্বাস থেকেই সম্প্রতি সাপে কাটা একজন রোগীকে গোবর চাপা দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর মৃত্যু হয়েছে সেই রোগীর।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহর নামক এলাকায়। বুলন্দশহরের বাসিন্দা দেবন্দ্রী। পয়ত্রিশ বছর বয়সি এই নারী গত মাসের পঁচিশ তারিখ সকালে মাঠে  কাঠ কুড়াতে গেলে তাকে সাপে কাটে।

সঙ্গে সঙ্গে দেবন্দ্রী বাড়িতে এসে তার স্বামীকে জানান। দেবন্দ্রীর স্বামী চিকিৎসার জন্য ডাক্তার না ডেকে স্থানীয় এক ওঝাকে ডেকে আনেন। ওঝার পরামর্শে স্বামী স্ত্রীর শরীর গোবর দিয়ে ঢেকে দেন।

এলাকার কেউ কেউ আপত্তি তুললেও তাদের কথা কানে তোলেননি স্বামী এবং সেই ওঝা। প্রায় ঘণ্টাখানেক দেবন্দ্রীকে গোবরের স্তূপের নিচে চাপা দিয়ে রাখা হয়। ফলে মারা যায় সে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ওই ঘটনার পর থেকে স্বামী ও ওঝা পলাতক।



রাইজিংবিডি/ঢাকা/৪ মে ২০১৮/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়