ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ২৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে

অর্থনৈতিক প্রতিবেদক : গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) কমেছে ১১টি খাতে। অন্যদিকে দর বেড়েছে ৯টি খাতে।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিরামিক খাতে। এই খাতে ৬ দশমিক ২৫ শতাংশ দর কমেছে। এরপরে কাগজ খাতে ৫ দশমিক ৫০ শতাংশ দর কমেছে।

অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ২ দশমিক ৯ শতাংশ, খাদ্য-আনুষঙ্গিক খাতে দশমিক ৮১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৭৮ শতাংশ, আইটি খাতে ৪ দশমিক ৫৮ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৯৪ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে দশমিক ৫৩ শতাংশ, টেক্সটাইল খাতে ১ দশমিক ১৯ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে ৩ দশমিক ২৮ শতাংশ দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে বাকি ৯টি খাতে। সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংক খাতে। এই খাতে ৯ দশমিক ২৪ শতাংশ দর বেড়েছে। এরপরে সিমেন্ট খাতে দশমিক ৫১ শতাংশ, সাধারণ বিমা খাতে ২ দশমিক ৯৬ শতাংশ, পাট খাতে ১ দশমিক ৯০ শতাংশ, আর্থিক খাতে ১ দশমিক ৭৭ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩ দশমিক ৬৭ শতাংশ, ট্যানারি খাতে ১ দশমিক ৪১ শতাংশ ও টেলিকমিউনিকেশন খাতে ২ দশমিক ৫৮ শতাংশ দর বেড়েছে।

এদিকে গত সপ্তাহে ডিএসই সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে দশমিক ৩২ পয়েন্ট বা ২ দশমিক ০৪ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৬ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৫ দশমিক ৬৮ পয়েন্ট।

বিশ্লেষকদের মতে, পিই রেশিও যত দিন ১৫ এর ঘরে থাকে তত দিন বিনিয়োগ নিরাপদ থাকে।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯ দশমিক ৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩০ দশমিক ২ পয়েন্টে, সিরামিক খাতের ২৩ দশমিক ১ পয়েন্টে, প্রকৌশল খাতের ২২ দশমিক ৪ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৮ দশমিক ৪ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক ৮ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৬ দশমিক ৩ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২৮ দশমিক ৮ পয়েন্টে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৭/আশিক/হাসান/এসএন/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়