ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাপ্তাহিক সরকারি ছুটি ১ দিন করার দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাপ্তাহিক সরকারি ছুটি ১ দিন করার দাবি

দেশের অর্থনৈতিক চাকা আরো গতিশীল করার লক্ষ্যে সাপ্তাহিক সরকারি ছুটি এক দিন করার দাবি জানিয়েছে জন পার্টি নামে একটি সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

জন পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে, হিরো আলম, পার্টির মহাসচিব সালাউদ্দিন সোহাগ, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

হিরো আলম বলেন, ‘বিএনপি-জামায়াত সরকারের সময় বিদ্যুতের ঘাটতি ছিল, এজন্য সরকারি ছুটি দুই দিন করা হয়েছিল। কিন্তু এখন বিদ্যুতের ঘাটতি নেই, তাই সরকারি ছুটি দুই দিনের প্রয়োজন নেই। আমরা এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ।’

হৃদয় চৌধুরী বলেন, ‘রাজনীতির মাধ্যমে সামাজিক উন্নয়ন ও অপরাধমুক্ত দেশ গঠনে কাজ করে যাচ্ছে জন পার্টি। আগামিতেও জন পার্টির এই ধারা অব্যাহত থাকবে।’

 

ঢাকা/মামুন খান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়