ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সামরিক কবরস্থানেই এরশাদের দাফন : জিএম কাদের

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ১৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সামরিক কবরস্থানেই এরশাদের দাফন : জিএম কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : রংপুরের পল্লী নিবাসে নয়, ঢাকার সামরিক কবরস্থানেই সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দাফন করা হবে।

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের মঙ্গলবার রংপুরে যাওয়ার সময় একথা বলেন।

জিএম কাদের বলেন, ‘উনার শেষ ইচ্ছানুযায়ী বনানীতে সামরিক কবরস্থানেই তাকে সমাহিত করা হবে। এই কবরস্থান ক্যান্টনমেন্ট এলাকায় হলেও যেকোনো সময় যে কেউ সেখানে যেতে পারেন।’

এ সময় এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ, পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এরশাদের কফিন নিয়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রংপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

বাদ জোহর রংপুর ঈদগাহ মাঠে হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ জানাজা শেষে তার কফিন হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে আসা হবে। বাদ আসর ঢাকার সামরিক কবরস্থানে তাকে সমাহিত করার কথা রয়েছে। তবে রংপুরের নেতা-কর্মীরা এরশাদকে তার পল্লী নিবাসে কবর দেয়ার দাবি জানিয়েছেন।


রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়