ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধের ডাক কাদেরের

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধের ডাক কাদেরের

জ্যেষ্ঠ প্রতিবেদক : সাম্প্রদায়িক অপশক্তি নির্মুলে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহবান জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মাইনরিটি বান্ধব সরকার। এ সরকার যতদিন আছে আপনাদের নিরপত্তা নিয়ে উদ্বিগ্ন হবার কারণ নেই।

সাম্প্রদায়িক অপশক্তি শুধু আপনাদের শত্রু না, বাংলাদেশের শত্রু। এই সাম্প্রাদায়িক শক্তির বিষবৃক্ষকে উৎপাটনের জন্য আপনাদের কাছে শ্রীকৃষ্ণের জন্মদিনে আমার আহ্বান। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধ করি।’

হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আপনাদের দূর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। অন্য উৎসবগুলোও শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। শেখ হাসিনার সরকারের আমলে এই দিক দিয়ে আপনারা নিরাপদ। আপনাদের শত্রু যারা, তারা বাংলাদেশের শত্রু।’

‘বৃষ্টিভেজা পরিবেশে শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন পালন করা হচ্ছে। তার আবির্ভাব অসত্য ও অকল্যাণের বিরুদ্ধে। সত্য, সুন্দর ও কল্যাণের জন্য যে লড়াই, সে লড়াইয়ের বৈরী পরিস্থিতিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব যেমন হয়েছিলো, তেমনি সত্য ও সুন্দরের জন্য আজকের দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সুদিনের প্রত্যাশায় আমাদের সকলকে উজ্জীবিত হতে হবে’, বলেন তিনি।

অক্টোবরে প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে দু’দেশের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানে আমাদের দেশ আরো এক ধাপ এগিয়ে যাবে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন নতুন উচ্চতায় উন্নীত। আমাদের প্রতিবেশি দেশটির সঙ্গে সম্পর্কের কোন টানাপোড়েন নেই। ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে মধ্য দিয়ে আপনাদের কনস্ট্রাকটিভ পার্টনারশিপ আরও নতুন উচ্চতায় উন্নতি হবে বলে আমরা আশা করি।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। আমাদের কোন আচারণে যেন কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।’

সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথের সভাপতিত্বে র‌্যালির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।


রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৯/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়