ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চলবে সিটিং সার্ভিস

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলবে সিটিং সার্ভিস

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের নির্দেশ ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান।

মশিয়ার রহমান বলেন, ‘জনস্বার্থের কথা চিন্তা করে ১৫ দিনের জন্য সিটিং সার্ভিসবিরোধী অভিযান বন্ধ ঘোষণা করলাম। এই সার্ভিসকে একটা নিয়মের ভেতরে আনতে চাই। সিটিং সার্ভিস চলবে। তবে বিআরটিএর নির্ধারিত ভাড়া নিতে হবে। ভাড়া কোনো অবস্থাতেই বৃদ্ধি করা যাবে না।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ বিআরটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে বিকেল সাড়ে ৪টায় বিআরটিএর কার্যালয়ে বৈঠকে বসে পরিবহন মালিক সমিতি ও বিআরটিএ। বৈঠকে আগামী ১৫ দিন সিটিং সার্ভিস চালানোর সিদ্ধান্ত হয়। এর মধ্যে উভয় পক্ষ আলোচনা করে সিটিং সার্ভিসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৭/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়