ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিনিয়রদের মানসিকতায় পরিবর্তন আনতে বললেন নাজমুল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিনিয়রদের মানসিকতায় পরিবর্তন আনতে বললেন নাজমুল

ক্রীড়া প্রতিবেদক : ‘ব্যর্থ’ নিউজিল্যান্ড সফর শেষে বুধবার দেশে ফিরছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের দেশে ফেরার আগে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান নিউজিল্যান্ড সফরে খেলোয়াড়দের পারফরম্যান্সের ‘পোস্টমর্টেম’ করলেন।

নিউজিল্যান্ড সফরে দলের ব্যর্থতার জন্য সিনিয়র ক্রিকেটারদের এবং ব্যাটিং বিভাগকে ‘কাঠগড়ায়’ দাঁড় করিয়েছেন বিসিবি সভাপতি। নাজমুলের কন্ঠে বারবার উঠে এসেছে ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কথা। তার মতে, ব্যাটসম্যানদের মনোযোগের যথেষ্ট ঘাটতি আছে। কোন পরিস্থিতিতে কোন শট নির্বাচন করতে হবে সেটা অনেকটাই ভুলতে বসছেন ব্যাটসম্যানরা! পাশাপাশি মনোবল ও মনোসংযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন বোর্ড সভাপতি।

সীমিত পরিসরের সিরিজ নিয়ে নাজমুল বলেন, ‘তিনটি ওয়ানডের মধ্যে দুটি ওয়ানডেতেই আমাদের জেতার মতো অবস্থা ছিল। টি-টোয়েন্টিতেও তাই। আমাদের জেতার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু আমরা পারিনি।  মূল যে কারণটা আমি দেখেছি সেটা হচ্ছে আমাদের ব্যাটিং। ওটাই আমাদের ভুগিয়েছে বেশি। ওয়ানডেতে এত সুন্দর ওপেনিংয়ের পর মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয়েছে। টি-টোয়েন্টিতে আবার উল্টো ঘটনা ঘটেছে। ওখানে আমাদের টপ অর্ডার কোনো রানই নিতে পারেনি।’

টেস্ট সিরিজের পারফরম্যান্স নিয়ে বোর্ড সভাপতির ভাষ্য, ‘প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুই দলের এক হাজারের বেশি রান হয়েছে। দ্বিতীয় ইনিংসে উচিত ছিল ক্রিজে থেকে সময় নষ্ট করা। এরপর হয় আমরা জিতব নয়তো ড্র হবে। সেজন্য এক থেকে দেড় ঘন্টা আমাদের আরো ব্যাটিং করার প্রয়োজন ছিল। কিন্তু যেভাবে খেলা হয়েছে…. বিশেষ করে আমাদের সিনিয়র খেলোয়াড়রা যেভাবে খেলেছে সেখানে মনে হয়েছে তারা হারের জন্যই খেলছে!  জয় কিংবা ড্রয়ের কোনো অপশনই তাদের মাথায় ছিল না।’

সিনিয়র ক্রিকেটারদের নিয়ে নাজমুল বলেন, ‘সিনিয়র খেলোয়াড়রা যেভাবে খেলেছে এটা অত্যন্ত দুঃখজনক। যাদের কাছ থেকে সবচেয়ে বেশি প্রত্যাশা করেছিলাম তারাই ব্যর্থ হয়েছে।  সিনিয়রদের কাছ থেকে এই ধরনের ব্যাটিং কোনোভাবেই কেউ আশা করতে পারে না। সবচেয়ে বড় কথা মানসিকভাবে শক্তিশালী হওয়া জরুরি। নির্দিষ্ট পরিকল্পনার মতো শট খেলছে কি না, ব্যাটিং করছে কি না, সেগুলো জরুরি। সামর্থ্যের সেরাটা দিয়েই খেলেছে। সময়ের চাহিদা অনুযায়ী খেলোয়াড়রা খেলতে পারেনি। ওটাই আমার কাছে দৃষ্টিকটু লেগেছে। মানসিকতার পরিবর্তন আনা জরুরি। ’

‘নিউজিল্যান্ডে আমাদের বোলাররা ভালো করেছে। সাবেক অনেক খেলোয়াড় বোলারদের প্রশংসা করেছে। কিন্তু আমাদের ব্যাটিংটাই হয়েছে যাচ্ছেতাই’- যোগ করেন বোর্ড সভাপতি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়