ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিন্ডিকেটে বাজার জিম্মি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ১৩ এপ্রিল ২০২১  
সিন্ডিকেটে বাজার জিম্মি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

‘সর্বাত্মক লকডাউনের’ কোনো রোডম্যাপ নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ সিন্ডিকেটের হাতে বাজার ব্যবস্থাপনা জিম্মি।’ মঙ্গলবার (১৩ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের কোনো সমন্বয় নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো রোড ম্যাপ নেই। এই যে ৭ দিন লকডাউন দিয়েছে, তারপরে কী হবে? হাউ ডু দে প্ল্যান টু ফিট দেট কমন পিপলস? যারা দিন আনে দিন খায়, তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন? এই লোকগুলোকে তো ঘরে রাখতে পারবেন না। যার পেটে ভাত নেই, তাকে লকডাউন দিয়ে কী করবেন, করোনা দিয়ে কী করবেন?  এই সংখ্যা কিন্তু অনেক।’

লকডাউন সফল করার প্রশ্নে মির্জা ফখরুল বলেন,  ‘ব্যাপারটা তো সহজ নয়, অত্যন্ত কঠিন নিঃসন্দেহে।  এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরে আপনার এদেশটা ড্যান্সলি পপুলেটেড এরিয়া, ১৮ কোটি মানুষ এখানে। এখনো তো আলাদিনের চেরাগ কারও হাতে নেই যে, মুহূর্তে ঠিক করে ফেলবেন।’ তিনি বলেন, ‘আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এবং অতীতে আমরা সরকারে ছিলাম সেই হিসেবে বলতে চাই, এখানে জনগণকে সম্পৃক্ত করতে হবে।  এখানে কী হচ্ছে? জনগণকে সরকার সম্পৃক্ত করতে চায় না। একটা মাত্র কারণে যে, তারা লুটপাট করবে, টাকা চুরি করে নিয়ে যাবে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের সময়ে যে ধরনের লাগামহীন দুর্নীতি চলছে মূলত তারই ধারাবাহিকতায় লুটেরা সরকারের সুবিধাভোগী দুর্নীতিবাজ ব্যবসায়ী চক্রের হাতে দৈনন্দিন ভোগ্যপণ্যের বাজার ব্যবস্থাপনাও জিম্মি হয়ে আছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণে বর্তমান রাজনৈতিক অচলাবস্থার দুরীকরণের কোনো বিকল্প নেই।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ফখরুল বলেন, ‘আজকেও আমি এখানে আসার আগে খবর নিয়েছি। একই অবস্থা তিনি স্টেবেল আছেন। ইতোমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহর কাছে, সারাদেশের মানুষ দোয়া করছেন, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। আমি আবারও দেশবাসীর কাছে সেই দোয়া চাই, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।’

 ঢাকা/সাওন/এনই/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়