ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০৭ জন

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০৭ জন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলায় এ পর্যন্ত ৩০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৫৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। ৩৩ জন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি আছেন এবং ৫২ জন সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেছে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, গত ২৩ দিনে মোট ৩০৭ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগ রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৩৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৪ জন নতুন ভর্তি হয়েছেন।

তিনি জানান, তিনজনকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

ডেঙ্গু মোকাবিলায় জেলার স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে তিনি জানান।

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৯/অদিত্য রাসেল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়