ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিরিজ জয়ের মিশনে শনিবার মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা এমার্জিং দল

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ২৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিজ জয়ের মিশনে শনিবার মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা এমার্জিং দল

আব্দুল্লাহ এম রুবেল : বাংলাদেশ ও শ্রীলঙ্কা  এমার্জিং ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। বিকেএসপিতে ১৮ আগস্ট অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে সফরকারী দলের কাছে পাত্তাই পায়নি নাজমুল ইসলাম শান্তর দল। ১৮৬ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে স্বাগতিকদের।

একই ভেন্যুতে ২১ আগস্ট অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাড়ায় বাংলাদেশ এমার্জিং দল। রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা ফেরায় তারা। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে গেছে অলিখিত ফাইনাল। দুই দলই জিততে মরিয়া এই ম্যাচ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। সিরিজ জয়ের লড়াইয়ে মরিয়া তাই দুই দলই। বাংলাদেশ দলের কোচ সায়মন হেলমট মনে করছেন, সিরিজ জয়ের সামর্থ তাদের রয়েছে। সেই সামর্থ্যরে প্রমাণ তারা ম্যাচে দিতে পারবে।

ম্যাচের আগে শুক্রবার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছে দুই দলই। সকালে বাংলাদেশ এমার্জিং দল ও বিকেলে শ্রীলঙ্কা এমার্জিং দল অনুশীলন করে। সকালে বাংলাদেশ দলের অনুশীলনে সব ক্রিকেটারকে হার্ড ওয়ার্ক করতে দেখা গেছে। সিরিজ জয়ের মিশনে ক্রিকেটাররা আত্মবিশ্বাসী ছিল। ভেন্যুর দুই পাশে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কোন কোন ব্যাটসম্যান অনুশীলন করেছেন। সেন্টার উইকেটেও ক্রিকেটারদের নিয়ে ব্যস্ত ছিলেন হেলমট। সব মিলিয়ে জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ এমার্জিং দল।

অনুশীলন শেষে তেমনটাই জানিয়েছেন কোচ সায়মন হেলমট, ‘আমাদের ছেলেরা কঠিন পরিশ্রম করছে। শেষ ম্যাচ জিততে আমরা আত্মবিশ্বাসী। তবে আমাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তিন বিভাগেই ছেলেরা ভালো করছে। বিশেষ করে মিডল অর্ডারে আমাদের মূল ভরসার জায়গা। এছাড়া আমাদের বোলিং ও ফিল্ডিংও ভালো। তাই শেষ ম্যাচে জয়ের প্রত্যাশা করছি। সেটা আগে ব্যাটিং করি, কিংবা ফিল্ডিং করি।’


রাইজিংবিডি/খুলনা/২৩ আগস্ট ২০১৯/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ