ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেট পৌঁছেছে জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেট পৌঁছেছে জিম্বাবুয়ে

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে সিলেট পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চামু চিবাবার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে দলকে বহনকারী বিমান।

বিমানবন্দরে জিম্বাবুয়ে দলকে স্বাগত জানান সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সুজকসহ অন্যান্যরা।

পরে বাসযোগে তাদের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়। একদিনের বিশ্রাম শেষে শুক্রবার অনুশীলনে নামবে জিম্বাবুয়ে দল। এরপর আগামী ১, ৩ ও ৬ মার্চ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে সফরকারীরা।

এদিকে বাংলাদেশ ক্রিকেট দল আজ সন্ধ্যায় সিলেট পৌঁছাবে। সন্ধ্যা ৬টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলকে বহনকারী বিমানের অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে যাবেন দলের সদস্যরা। শুক্রবার করবেন অনুশীলন।

বিপিএলের পর বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে সিলেটের মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এজন্য দর্শকরাও বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ক্রিকেট উন্মাদনায় মাততে। তবে খেলার টিকিটের জন্য তাদের অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত।

বিসিবির স্থানীয় মিডিয়া ম্যানেজার ফরহাদ কোরেশী জানিয়েছেন, ‘ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। মাঠে কিছু সংস্কার কাজও করা হয়েছে। শনিবার থেকে জেলা স্টেডিয়ামের কাউন্টারে টিকেট বিক্রি শুরু হবে। এছাড়া খেলা চলাকালিন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাউন্টারেও টিকিট পাওয়া যাবে।’

 

সিলেট/আব্দুল্লাহ আল নোমান/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়