ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিলেটে আগুনে ২৫ দোকান পুড়ে গেছে

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে আগুনে ২৫ দোকান পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের কানাইঘাট উপজেলায় অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে গেছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পৌর সদরের পূর্ব বাজারের ডাকবাংলো সড়কে অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের তিনটি টিমের ঘটনাস্থলে পৌঁছাতে ঘণ্টাখানেক লেগে যায়। তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

কানাইঘাট থেকে সংবাদকর্মী আলাউদ্দিন জানান, পূর্ব বাজারস্থ ডাকবাংলো সংলগ্ন একটি টিনসেডের মার্কেটে ধোয়া দেখতে পান ব্যবসায়ীরা। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ঘণ্টাখানেক চেষ্টার পর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান।

তিনি জানান, কানাইঘাট উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, পৌর মেয়র নিজাম উদ্দিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান।



রাইজিংবিডি/সিলেট/০৮ ফেব্রুয়ারি ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়