ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটে আটক ছয় রোহিঙ্গাকে উখিয়ার ক্যাম্পে প্রেরণ

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৮, ২২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে আটক ছয় রোহিঙ্গাকে উখিয়ার ক্যাম্পে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় আটক একই পরিবারের শিশুসহ ছয় রোহিঙ্গা সদস্যকে পুলিশি পাহারায় সোমবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

আগের দিন রাতে দক্ষিণ সুরমায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো ওই ৬ জন হচ্ছেন- মিয়ানমারের আরাকানের সাহেব বাজারের মৃত আব্দুল হোসেনের স্ত্রী হাজেরা খাতুন (৪৫), মত্তুল হোসেনের ছেলে সেলিম (২৫), মেয়ে ইয়াছমিন আরা (১২) ও নুর কালিমা (১০), সেলিমের স্ত্রী জুলেখা (২২) ও তার ৫ মাস বয়েসি কন্যা আছেফা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা সোমবার রাত সাড়ে আটটায় বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃতরা সম্প্রতি আরাকান থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এছাড়া কুতুপালং ক্যাম্পে শেখ আহমদ নামের তাদের এক আত্মীয়ও রয়েছেন। তাদের পুলিশ পাহারায় সেখানে পাঠানো হয়েছে।’





রাইজিংবিডি/ সিলেট/ ২২ জানুয়ারি ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়