ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটে দেশি পশুতে চাহিদা মিটবে

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে দেশি পশুতে চাহিদা মিটবে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : কোরবানির ঈদের আর মাত্র এক সপ্তাহ বাকি। সিলেটের প্রধান পশুর হাট কাজীরবাজারে আসতে শুরু করেছে পশু। এ ছাড়া বিভিন্ন স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর প্রক্রিয়া চলছে। পশুর হাট জমজমাট হতে আরো দু-এক দিন অপেক্ষা করতে হবে বিক্রেতাদের।

এদিকে, দেশি পশুতে সিলেটে কোরবানির চাহিদা মিটবে বলে দাবি করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। তাদের তথ্যমতে, পর্যাপ্ত সংখ্যক গবাদিপশুর মজুত থাকায় এবারও হাটে পশুর সংকট থাকবে না, তেমনিভাবে দামও হাতের নাগালে থাকবে।

প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, সিলেট জেলায় প্রায় ১ লাখ ৮১ হাজার পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই তুলনায় পশু মোটাতাজাকরণ খামারে প্রায় ৯০ হাজার পশু রয়েছে। এ ছাড়া কৃষক এবং গৃহস্থের কাছে সব মিলিয়ে আরো প্রায় ৫০ হাজার পশু রয়েছে।

অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. আবুল কাশেম বলেন, সিলেট জেলায় গত বছর ১ লাখ ৮০ হাজার ৪৩৫টি পশু কোরবানি হয়। এবারও একই সংখ্যক কোরবানির সম্ভাবনা আছে।

তিনি জানান, সিলেট জেলার বিভিন্ন খামারে ৮৭ হাজার ১৯০টি পশু এবং কৃষক-গৃহস্তের কাছে আরো প্রায় ৫০ হাজার পশুর মজুদ রয়েছে। সিলেটের পাশের বিভিন্ন জেলা থেকে আসা গরু দিয়ে বাকি চাহিদা মিটবে।

এদিকে, গরু মোটাতাজাকরণে ক্ষতিকারক স্টেরয়েডের ব্যবহার যাতে না হয় সেদিকে নজর রয়েছে বলে উল্লেখ করেন উপ-পরিচালক মো. আবুল কাশেম। তিনি বলেন, গবাদিপশুর খামার লাভবান হওয়ায় কয়েক বছর ধরে সিলেট অঞ্চলের তরুণরা খামার গড়ে তুলছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে তারা গরু মোটাতাজাকরণ করছেন।

সিলেট ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোতাহের হোসেন সুহেল বলেন, গত ৪ বছরে সিলেটে খামারির সংখ্যা তিন গুণ বৃদ্ধি পেয়েছে। ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় গত কয়েক বছর খামারিরা ভালো লাভ করেছেন। এবার যদি ভারত থেকে গরু আসা বন্ধ থাকে তবে খামারিরা লাভবান হবেন।

 

রাইজিংবিডি/সিলেট/০৩ আগস্ট ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়