ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিলেটে প্রধানমন্ত্রীর সফর ২ দিন পেছাল

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ১৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে প্রধানমন্ত্রীর সফর ২ দিন পেছাল

নিজস্ব প্রতিবেদক, সিলেট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

আগামী ১৯ ডিসেম্বর সিলেট সফরে আসার কথা থাকলেও তা দুই দিন পেছানো হয়েছে। নতুন সফরসূচি অনুযায়ী তিনি ২১ ডিসেম্বর আসছেন।

এ দিন তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)- এর মাজার জিয়ারতের পাশাপাশি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। দলের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ নতুন সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টায় বিমানযোগে সিলেট এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। মাজার জিয়ারতের পর বেলা ২টায় আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

সর্বশেষ চলতি বছরের ৩০ জানুয়ারি সিলেট সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি সিলেটে তিন ওলির মাজার জিয়ারতের পাশাপাশি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন।

ঘোষিত তফসিল অনুসারে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/সিলেট/১৫ ডিসেম্বর ২০১৮/নোমান/বকুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়