ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিলেটে শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট : নারী ও শিশুসহ সিলেটের কানাইঘাট থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মমতাজগঞ্জ দর্পনগর খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে পাঁচ জন পুরুষ, তিনজন নারী ও ছয়টি শিশু রয়েছে। তারা হলেন, ফরিদ মিয়া (৫০), মো. ওয়ারেছ আলী (৩০) মো. সফি (২৭), ছৈয়দ আলম (৩০), তমাল হোসেন (৩০), ছালেহা বেগম (৪৫), দেলোয়াছ বেগম (৩০), মন্তাজ বেগম (২৭), মীর জাহেদ (১০), মুজিবুল হক (৮), জাবুল হক (৫), আজিজুল হক (৩), তছলিমা বেগম (৬) ও মুসতাকিম (৪)।

কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা ভারতে যাওয়ার জন্য দালালের মাধ্যমে সিলেট এসেছিলেন। পুলিশ সেসময় দালালসহ তাদেরকে বহনকৃত গাড়ির চালককেও আটক করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা জানান, ভোরে খেয়াঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে টইল পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদের রোহিঙ্গা বলে শনাক্ত করা হয়। আটককৃতদের রাতেই কক্সবাজারের ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানান তিনি।

এছাড়া দালালসহ গাড়ি চালকের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মো. শামসুদ্দোহা।


রাইজিংবিডি/সিলেট/২৮ আগস্ট ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়