ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিলেটে সাংবাদিকতা পড়ার সুযোগ

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে সাংবাদিকতা পড়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটে সাংবাদিকতা বিষয়ে পড়ার সুযোগ করে দিল বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

আগে এ বিষয়ে পড়তে ইচ্ছুক সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের ছুটতে হতো রাজধানী ঢাকা কিংবা চট্টগ্রামে। এখন সিলেটে সে সুযোগ সৃষ্টি হওয়ায় আগ্রহীরা খুবই আনন্দিত।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী অক্টোবর থেকেই চালু হচ্ছে তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স। পরবর্তীতে চালু করা হবে ইউজিসির অনুমোদনক্রমে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধীনে চার বছরের স্নাতক (অনার্স) কোর্সও।

সিলেট শহরে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে এসব বিশ্ববিদ্যালয়ে ছিল না সাংবাদিকতা বিষয়ে পড়ার কোন সুযোগ।

সিলেটের ছেলে নূর আহমদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক শেষ করে বর্তমানে তিনি একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালের নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

তিনি বলেন, ‘সিলেটে এ বিষয়ে প্রতিষ্ঠানিক শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। এ জন্য সাংবাদিকতা পড়তে ইচ্ছুক সিলেটের ছেলে-মেয়েরা ঢাকায় চলে আসতো, এটা কষ্টের ছিল।’

এ বিষয়ে মেট্রোপলিটন ইউনির্ভাসিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন বলেন, ‘স্বাধীনতার পর দেশে সংবাদকর্মীদের কাজের ক্ষেত্র যতটা সম্প্রসারিত হয়েছে, এ ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তির অভাবও ততোটাই বেড়ে চলেছে। এর প্রধানতম কারণ, তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণকেন্দ্রের অভাব। তাই সংবাদমাধ্যমে কাজ করার জন্য একটি প্রশিক্ষিত জনশক্তি গঠনের লক্ষ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটে এই প্রথম সাংবাদিকতায় একটি সার্টিফিকেট কোর্স চালুর উদ্যোগ নিয়েছে।’

তিনি জানান, এই সার্টিফিকেট কোর্সের মেয়াদ হবে তিন মাস। ন্যূনতম স্নাতক পাস করা যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারবেন। সপ্তাহের প্রতি শুক্রবার বা শনিবার এই কোর্সের ক্লাস হবে। প্রতিটি ক্লাসের দৈর্ঘ্য হবে ৩ ঘন্টা। এতে প্রতিটি বিষয়ের উপর হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে। এ সার্টিফিকেট কোর্সের ফি রাখা হয়েছে ৮ হাজার টাকা। তবে আগামী মাসে উদ্বোধনী ব্যাচের জন্য কোর্স ফি-তে ৩ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই কোর্সের প্রতি ব্যাচে শিক্ষার্থী সংখ্যা হবে ৩০ জন। ’

উপাচার্য জানান, এ বছরের শেষ দিকে সিলেট শহরতলির বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসে পুরোদমে কার্যক্রম শুরু করবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। সেখানে সাংবাদিকতা বিভাগের অধীনে বিএসএস (অনার্স) কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে গুণগত মানসম্পন্ন শিখনফলভিত্তিক পাঠ্যসূচি (আউটকাম বেইজড কারিকুলাম) প্রণয়নের কাজ চলছে।

এদিকে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সাংবাদিকতায় সার্টিফিকেট কোর্স চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিলেটের সাংবাদিক নেতারা। তারা বলছেন, ‘সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে এ পেশায় ভালো মানের সাংবাদিক তৈরী হবে। একই সাথে সাংবাদিকতা নিয়ে অধ্যয়নে আগ্রহীরাও উপকৃত হবেন।’


রাইজিংবিডি/ সিলেট/ ১৪ সেপ্টেম্বর ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়