ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটে সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১২ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটে বিভিন্ন সময় উদ্ধার হওয়া প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

বুধবার সকালে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তরের বাস্কেটবল গ্রাউন্ডে উপস্থিত অতিথিদের সামনে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩৬ হাজার ৮৭ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৬৫৯ লিটার বাংলা মদ, ১ হাজার ৮১২ বোতল ভারতীয় বিয়ার, ২ হাজার ২৭২ বোতল ফেনসিডিল, ২৫৭ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ৩ লাখ ৮৪ হাজার ভারতীয় বিড়ি।

ধ্বংস করা এসব মাদক ২০১৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ১ জুন পর্যন্ত সিলেট ব্যাটালিয়ন অধিভুক্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে আটক করা হয়েছিল বলে বিজিবি সূত্র জানিয়েছে।

৪৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল, পিএসসি, এসির উপস্থিতিতে মাদক ধ্বংসের সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সুনন্দা রায়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম কমিশনার (চঃ দাঃ) মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।



রাইজিংবিডি/ সিলেট/ ১২ জুন ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়