ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার চেষ্টা চলছে’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার চেষ্টা চলছে’

অর্থনৈতিক প্রতিবেদক : বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার চেষ্টা চলছে। তবে বাংলাদেশ ব্যাংকের কোনো চাপ নেই।

তিনি বলেন, মার্চ মাসের তথ্য অনুযায়ী ঋণ খেলাপি বাড়লেও, বিভিন্ন ব্যাংকের এমডিদের সাথে কথা বলে জানা গেছে খেলাপি ঋণ আদায় সন্তোষজনক অবস্থায় আছে। তাই আশা করা যাচ্ছে জুনের রিপোর্ট আসলে আরো বিস্তারিত জানা যাবে। তবে এত তাড়াতাড়ি ১০ শতাংশে নামিয়ে আনা সম্ভব নয়।

রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক হয়।  বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

বৈঠকে ব্যাংকগুলোর তারল্য সংকট, ঋণ ও আমানতের অনুপাত (এডিআর) সমন্বয়, খেলাপি ঋণ কমানো, নতুন সুদহার বাস্তবায়ন ও খেলাপিদের ঋণ পুনঃতফসিলের বিশেষ সুবিধাসহ ব্যাংক খাতের চলমান নানা সংকট নিয়ে আলোচনা হয়।




রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়