ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সুন্দরবনের আত্মসমর্পণ করা বনদস্যুরা কারাগারে

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৩০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুন্দরবনের আত্মসমর্পণ করা বনদস্যুরা কারাগারে

বাগেরহাট প্রতিনিধি : আত্মসমর্পণ করা বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২০ সদস্যকে বাগেরহাট কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে পুলিশ ওই বনদস্যুদের বাগেরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মো. অব্দুস সবুর মিনার আদালতে হাজির করেন। পরে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন। 

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আলী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আলী নেওয়াজ বলেন, রোববার বিকেলে আত্মসমর্পণকৃত বনদস্যুদের ৩১টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার  ৫০৭ রাউন্ড গুলিসহ শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব ।  এ ঘটনায় র‌্যাব -৮ এর ডিএডি মো. দোলোয়ার হোসেন বাদী হয়ে শরণখোলা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

আত্মসমর্পণকৃরা হলেন- জাহাঙ্গীর বাহিনীর প্রধান মো. জাহাঙ্গীর শিকারী (৩৮), মো. শেখ ফরিদ (৩৮), মো. মারুফ শেখ (৪১), মো. আকরাম শেখ (৩৫), মো. মোস্তাহার শেখ (৫০), মো. এরশাদ খান (৩৫), মো. গাজী তরিকুল ইসলাম (৩৫), মো. কামারুল শেখ (২২), মো. কামরুল হাসান (৩৮), মো. হায়দার শেখ (২৯), মো. হারুন শেখ (৫৫), মো. আইয়ুব আলী শেখ (৫২), মো. মাফিকুল গাজী (৩৮), মো. কবির গাজী (৩২), মো. পলাশ হোসেন (৩৫), মো. বাছের শিকদার (১৭), মো. হান্নান সরদার (২৩), মো. ইজাজ মোল্লা (৪১), মো. মহাসিন মোড়ল (৩৯) ও মো. ইয়াকুব সরদার (২৯)।

প্রসঙ্গত, রোববার দুপুর ১২টায় বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে সুন্দরবনের অন্যতম বড় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২০ সদস্য আত্মসমর্পণ করেন।



রাইজিংবিডি/বাগেরহাট/৩০ জানুয়ারি ২০১৭/আলী আকবর টুটুল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়