ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সুপার লিগে খেললে বিশ্বকাপ-ইউরোতে নিষিদ্ধ!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ১৯ এপ্রিল ২০২১  
সুপার লিগে খেললে বিশ্বকাপ-ইউরোতে নিষিদ্ধ!

ইউরোপিয়ান সুপার লিগ শুরুর ঘোষণার পর থেকে বিভিন্ন মহলে চলছে এ নিয়ে কঠোর সমালোচনা। লিভারপুল, ম্যানইউ, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদসহ ১২টি বড় বড় ইউরোপিয়ান ক্লাব এতে অংশ নেওয়ার কথা জানিয়েছে। তাতে খেলোয়াড় ও ক্লাবের পরিণাম কী হতে পারে তা বিভিন্ন দেশের লিগ সোজাসাপ্টা জানিয়ে দিয়েছে। এবার উয়েফা প্রেসিডেন্ট জানালেন সেই পরিণতির কথা।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন জানালেন, সুপার লিগে অংশ নেওয়া খেলোয়াড়দের নিষিদ্ধ করা হবে ইউরো ও বিশ্বকাপ থেকে। এই প্রস্তাবিত লিগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

সেফেরিন বলেছেন, ‘এই কাণ্ডজ্ঞানহীন প্রকল্পের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই নিষিদ্ধ লিগে যে খেলোয়াড়রা অংশ নেবেন, তাদের বিশ্বকাপ ও ইউরোতে খেলতে দেওয়া হবে না। এমনকি তাদের জাতীয় দলেও খেলতে পারবেন না।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়