ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সূচকের উত্থান, তবে কমেছে লেনদেন

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচকের উত্থান, তবে কমেছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে দিনভর সূচকের ওঠা-নামার মধ্যে দিয়ে লেনদেন হয়েছে।

পুঁজিবাজারে বড় পতনের পর সূচক বাড়লেও লেনদেনে গতি ফিরছে না। এর আগের টানা চার কার্যদিবস উভয় বাজরে সূচকের পতন হয়েছিল। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা সপ্তম দিনের মতো লেনদেন কমেছে। আজ ডিএসইতে মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮৮২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৭৪ কোটি ১৬ লাখ টাকা বা ৮ শতাংশ কম। গতকাল ডিএসইতে ৯৫৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত আছে ৩২টির।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়া সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৩ পয়েন্টে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৫০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৫১ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।



রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৭/আশিক/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়