ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সেচপাম্পের বিদ্যুৎ তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৯, ২৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেচপাম্পের বিদ্যুৎ তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সেচপাম্পের বিদ্যুতের তারে জড়িয়ে নুরুল ইসলাম (৪০) নামের এক শ্রমিক মারা গেছেন।

এ সময় তাকে তার থেকে ছাড়াতে গিয়ে আহত হয়েছেন জোয়াদ আলী (৪৫) নামের আরেক শ্রমিক।

২৩ জুন রোববার সকাল ১০টার দিকে উপজেলার কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক নুরুল উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচিনা গ্রামের জবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে নুরুল ইসলামসহ কয়েকজন কদমতলী এলাকায় একটি পুকুরে মাটির কাটার কাজ করছিলেন। এসময় সেচপাম্পের ফাঁটা তারে জড়িয়ে ঘটনাস্থলে নুরুল ইসলাম মারা যান। তাকে উদ্ধার করতে গিয়ে জোয়াদ নামের আরেকজন গুরুতর আহত হন। আহত জোয়াদকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ বলেন, ‘নিহতের লাশ তার পরিবার বাড়িতে নিয়ে গেছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’




রাইজিংবিডি/টাঙ্গাইল/২৩ জুন ২০১৯/ শাহরিয়ার সিফাত/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ