ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেতু আছে, সড়ক নেই!

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১০, ১৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেতু আছে, সড়ক নেই!

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আমসারা খালের ওপর দাঁড়িয়ে আছে একটি সেতু। দু’পাশে তার কোন সড়ক নেই।

শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি যে, ৩২ বছর ধরে সংযোগ সড়ক বিহীন একাকী দাঁড়িয়ে আছে ঠাকুরগাঁওয়েরে এই সেতুটি।

১৯৮৭ সালের বন্যায় সেতুর দুই পাড়ের সড়ক খালে বিলীন হলেও মেরামত করা হয়নি। এই সেতুর কারণে ভোগান্তি পোহাচ্ছেন ১০-১২টি গ্রামের কয়েক হাজার মানুষ।

এ ইউনিয়নের খাড়িপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক জানান, বর্ষায় কোমর পানি পাড়ি দিতে হয়। এলাকাবাসী এটা মেরামতের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছে। প্রশাসন আশ্বাস দিলেও কাজ হয়নি বলে জানান তিনি।

মো. ফাইদুল ইসলাম, আবু তারেক বাধন, বাদল হোসেন জানান, সড়কটি মেরামত না করায় ছেলে-মেয়েদের বর্ষায় অনেক পথ ঘুরে স্কুলে যেতে হয়।

অনেকে জানান, সেতুটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খালের পূর্ব পাড়ের কয়েকটি গ্রামের সাথে জাবরহাট ইউনিয়ন পরিষদের পশ্চিম পাড় এবং বোচাগঞ্জ উপজেলার সঙ্গে যোগাযোগে ভোগান্তি বেড়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, ‘এর আগের প্রকৌশলী সেতুর পরিস্থিতি দেখতে গিয়েছিলেন, প্রয়োজনে আমি গিয়েও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করব।’

উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, ‘দেরিতে হলেও এটি মেরামত করা হবে। বিষয়টি আমি স্থানীয় এমপিকে জানিয়ে দ্রুত কাজ শুরু করব।’




রাইজিংবিডি/ ঠাকুরগাঁও/১৬ জানুয়ারি ২০১৯/তানভীর হাসান তানু/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়