ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সেন্সরে নিষিদ্ধ, লড়াই চালিয়ে যাবেন নির্মাতা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেন্সরে নিষিদ্ধ, লড়াই চালিয়ে যাবেন নির্মাতা

লিপস্টিক আন্ডার মাই বোরকা সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক : অশ্লীল দৃশ্য ও আপত্তিকর সংলাপ থাকায় লিপস্টিক আন্ডার মাই বোরকা সিনেমাটি আটকে দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। তবে সিনেমাটির নির্মাতা অলংকৃতা শ্রীবাস্তব জানিয়েছেন, দর্শক যেন সিনেমাটি দেখতে পায় সে জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাবেন তিনি।

চারজন ভিন্ন বয়সের নারীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। তারা ভারতের একটি ছোট শহরে ভিন্নভাবে নিজেদের স্বাধীনতা খুঁজে ফেরে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা, রত্মা পাঠক শাহ প্রমুখ।

সেন্সর বোর্ডের পক্ষ থেকে সিনেমাটির প্রযোজক প্রকাশ ঝার কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘সিনেমাটি নারীকেন্দ্রিক, তাদের জীবনের কল্পনা নিয়ে নির্মিত। এতে ধারাবাহিকভাবে যৌনদৃশ্য, আপত্তিকর শব্দ, অডিও পর্নোগ্রাফি ব্যবহার করা হয়েছে। এছাড়া কিছু দৃশ্য সমাজের বিশেষ একটি অংশের জন্য স্পর্শকাতর। তাই সিনেমাটি নিষিদ্ধ করা হলো।’

সিনেমাটির পরিচালক বর্তমানে গ্লাসগোতে রয়েছেন। কারণ গ্লাসগো ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। তার প্রতিক্রিয়া জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা সিনেমাটি সেন্সরে নিষিদ্ধ হওয়ায় আমি হেরেও যাইনি, ব্যথিতও হয়নি। আমি আগের চেয়ে আরো বেশি প্রতিজ্ঞাবদ্ধ, যে করেই হোক ভারতীয় দর্শককে সিনেমাটি দেখাব।’

তিনি আরো বলেন, ‘শেষ পর্যন্ত আমার লড়াই চালিয়ে যাব এবং যা যা করা প্রয়োজন তা করব। কারণ এটি শুধু আমার সিনেমার বিষয় না। প্রধান ইস্যু হলো-নারীদের ওপর নিয়ম চাপিয়ে দেয়া ও তাদের কণ্ঠরোধ করা। একজন নারী ও নির্মাতা হিসেবে কেউ আমার কণ্ঠ রোধ করতে পারবে না।’

অলংকৃতা শ্রীবাস্তব বলেন, ‘আমি পরাভূত হবো না। যে দেশে এতো নারী বৈষম্য, নারীদের প্রতি এতো সহিংসতা, সেখানে নারীদের দৃষ্টিভঙ্গি থেকে তাদের কথা শোনা প্রয়োজন নয় কি? আমি মনে করি সিনেমাটি প্রত্যাখ্যানের মাধ্যমে নারী অধিকার খর্ব করা হয়েছে।’

এখন পর্যন্ত টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘স্পিরিট অব এশিয়া’ এবং মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে নারী বৈষম্যের ওপর সেরা সিনেমা হিসেবে পুরস্কার লাভ করেছে। আজ শুক্রবার গ্লাসগোতে সিনেমাটি প্রদর্শিত হবে। শ্রীবাস্তব মনে করেন তার সিনেমাটি নারীকেন্দ্রিক হওয়াতেই মূলত রোষানলে পড়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়