ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সেবা সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনব: আতিকুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেবা সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনব: আতিকুল

সেবা সংস্থাগুলোর কাজে তড়িৎ গতি আনতে সমন্বয় আনার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘মানুষের প্রত্যাশা সব সেবা সংস্থাগুলোর কাজ তড়িৎ গতিতে হোক, ভোগান্তি কম হোক। আমরা নির্বাচিত হলে সবার আগে সেবা সংস্থার মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করব।’

‘সিটি করপোরেশনের মতো ঢাকা ওয়াসাসহ সব সংস্থাকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। মানুষ ভোগান্তির জন্য সিটি করপোরেশনের কাছে তাদের সমস্যার কথা বলবে, মানুষ চায় সিটি করপোরেশন সমন্বয় করুক। তাই আমরা চেষ্টা করব সব সংস্থাকে কিভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায়’, বলেন তিনি।

সোমবার খিলক্ষেত রেলগেট এলাকা থেকে নির্বাচনী প্রচার  শুরু করেন আতিকুল ইসলাম। পর্যায়ক্রমে লেকসিটি, কনকর্ড, কুড়িল, যমুনা ফিউচার পার্ক, ভাটারা (ডুমনি, তলনা, প্যাতিরা) আশকোনাসহ ঢাকা ১৮ আসনের আওতাধীন ১৭ ও ৪৩ নং ওয়ার্ডে গণসংযোগে অংশ নেন তিনি। এ সময় এসব কথা বলেন তিনি।

আতিকুল বলেন, ‘নির্বাচিত হলে সিটিকে যেমন জবাবদিহিতার মধ্যে আনব, তেমনি ওয়াসাসহ সব সংস্থাকেও জবাবদিহিতার মধ্যে আসতে হবে। নির্বাচিত হলে অবশ্যই সব সংস্থার মধ্যে সমন্বয় সাধনে গুরুত্ব দেব।’

বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগ প্রসঙ্গে আতিকুল ইসলাম বলেন, ‘আমার প্রতিপক্ষ, আমার ভাতিজা তাবিথ আউয়াল বলেছেন আমি আচরণবিধি লঙ্ঘণ করছি। তিনি আচরণবিধি লঙ্ঘনের কথা বলবেন, আমি বলব কিভাবে এলাকার উন্নয়ন করা যায়। আমি কোনো অভিযোগ করতে চাই না। আমি চাই মানুষের সমস্যা কিভাবে সমাধান করা যায়, আমি চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত করতে। কাজেই প্রতিপক্ষ অভিযোগ করবে, আমি উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেব।’

এ সময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে খিলক্ষেত এলাকায় একটি অত্যাধুনিক বাজার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রচারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ও যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল ও যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


ঢাকা/পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়