ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সৈয়দপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়িত

ইয়াছিন মোহাম্মদ সিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৈয়দপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়িত

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছেন জেলা প্রশাসক জাকির হোসেন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের অন্য ১০ উপজেলার মতো সৈয়দপুরকেও শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করেন।

সৈয়দপুর উপজেলা চত্বরে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করা হয়।

এ সময় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ শওকত চৌধুরী, নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা পুলিশ সুপার জাকীর হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/নীলফামারী/১ মার্চ ২০১৭/ইয়াছিন মোহাম্মদ সিথুন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়