ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সোনাদিয়া দ্বীপে জাহাজ আটকা পড়েছে

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ১৩ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনাদিয়া দ্বীপে জাহাজ আটকা পড়েছে

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া সমুদ্র উপকূলে একটি জাহাজ আটকা পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে সোমবার রাতে জাহাজটি সোনাদিয়া দ্বীপে এসে আটকে যায়। এতে ক্রু বা লোকজন নেই।

পুলিশ ধারণা করছে, এটি কোনো বিদেশি জাহাজ। জাহাজের গায়ে ‘এফবি হায়নি’ লেখা রয়েছে।

মঙ্গলবার সকালে সোনাদিয়ার স্থানীয় লোকজন জাহাজে উঠে লুটপাট চালায়। যে যার মতো তেলভর্তি ড্রাম্প, লাইফ জ্যাকেট ও অন্যান্য মালামাল লুট করে বাড়িতে নিয়ে যায়।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। জাহাজে ক্রু বা লোকজন নেই। জাহাজে কিছু মালামাল পড়ে আছে। জাহাজ থেকে মালামাল লুটপাট হওয়ায় স্থানীয়দের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে এলাকার বিভিন্ন বাড়ি থেকে ১০টি তেলের ড্রাম্প, বেশকিছু লাইফ জ্যাকেট ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। এগুলো রাতে মহেশখালী থানায় আনা হয়েছে। 

তিনি জানান, জাহাজটি কোনো শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে চলে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জাহাজটির গায়ে ‘এফবি হায়নি’ লেখা রয়েছে। দেখে মনে হচ্ছে এটি কোনো বিদেশি জাহাজ। এটি এখন পুলিশের জিম্মায় রয়েছে।

জাহাজটির ব্যাপারে এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করেননি।



রাইজিংবিডি/কক্সবাজার/১৩ জুন ২০১৭/সুজাউদ্দিন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়