ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সোনারগাঁও টেক্সটাইলের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনারগাঁও টেক্সটাইলের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে চেক দিয়ে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার বরিশাল মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে মামলা করেন বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের বরিশাল শাখার পক্ষে সিনিয়র অফিসার মো. গোলাম ছরোয়ার। মামলার বিবাদী চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আজিজুর রহমানের বিরুদ্ধে একই অভিযোগে আরো তিনটি মামলা হয়েছে।

একই ব্যাংকের কর্মকর্তারা বাদী হয়ে মামলা তিনটি করেছেন।

এবারে করা মামলায় অভিযোগ আনা হয়েছে, নগরীর রুপাতলী এলাকার সোনারগাঁও টেক্সটাইল মিলের নামে ব্যাংকের বরিশাল শাখা থেকে ২০১৫  সালে ২৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৬৮১ টাকা ঋণ নেওয়া হয়। ঋণের টাকার বিপরীতে গত ২৯ ডিসেম্বর ৫ কোটি ২৭ লাখ ৫১ হাজার ৪২০ টাকার চেক দেয়। ওই চেক সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব নম্বরে প্রত্যাখ্যাত হয়।

এ ঘটনায় তাকে আইনি নোটিশ দেওয়া হয়। তিনি এর জবাব না দেওয়ায় মামলা করা হয়েছে।



রাইজিংবিডি/বরিশাল/৮ ফেব্রুয়ারি ২০১৭/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়