ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সোনারগাঁয়ে বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৪, ৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনারগাঁয়ে বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে রথযাত্রায় যোগ দিয়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিন নারী নিহত হয়েছেন। একইস্থানে মালবাহী লরির চাপায় চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সঞ্চিতা রানী (৩৫), তার মেয়ে বর্ষা বর্মন (১৪) এবং শাশুড়ি দেবী বর্মন। তারা সবাই সোনারগাঁও উপজেলার বেকুটিয়া গ্রামের দুলাল বর্মনের স্ত্রী, মেয়ে ও মা। নারায়ণগঞ্জ শহরের দেওভোগ লক্ষ্মী নারায়ণ আখড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে রথযাত্রায় যোগ দিয়ে রাতে তারা বাড়ি ফিরছিলেন।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী রাসেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

একই সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মালবাহী একটি লরির সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ অন্তত চারজন আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/৫ জুলাই ২০১৯/রাকিব/লাকী/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়