ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোলাইমানির দাফন : নিহত বেড়ে ৫০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোলাইমানির দাফন : নিহত বেড়ে ৫০

মার্কিন হামলায় নিহত ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে অর্ধশত হয়েছে।

ওই ঘটনায় আহত হয়েছে দুই শতাধিক। ইরানের বার্তা সংস্থা ইসনাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ইরানের কেরমান প্রদেশে সোলাইমানির দাফন অনুষ্ঠানে যোগ দিতে কয়েক লাখ লোক জড়ো হন। সেখানে অত্যধিক ভিড়ের মধ্যে পড়ে গিয়ে অনেকে পদদলিত হন।

ওই প্রদেশের প্রধান করোনার আব্বাস আমিনের বরাত দিয়ে বার্তা সংস্থা ইসনা জানিয়েছে পদদলনে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে রাস্তায় অনেকের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। অনেককে আহত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করতে দেখা গেছে।

প্রসঙ্গত, শুক্রবার ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন। তার মৃত্যুতে ইরান তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এছাড়া ইরাক ও ইরানের বিভিন্ন শহরে লাখো মানুষ রাস্তায় নেমে ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দেয়।

ইরানে বিপ্লবী রক্ষীবাহিনীর ‘বিদেশি শাখা’র দায়িত্ব প্রাপ্ত ছিলেন সোলেমানি। তাকে সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পর দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।

রোববার তার লাশ দেশে ফেরত আসে। অসম্ভব জনপ্রিয় সোলাইমানির একাধিক জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেহরানে সোমবার আজাদি এলাকা থেকে ইমাম হোসেন স্কয়ার পর্যন্ত ১১ কিলোমিটার এলাকায় হাজির হয়েছিল প্রায় ৭০ লাখ মানুষ।

তেহরানে সোলেমানির জানাজায় আয়াতুল্লাহ খামেনি ইমামতি করেন। এ সময় এক পর্যায়ে তাকে কাঁদতেও দেখা গেছে।

সোলেমানির হত্যাকাণ্ডের পরপরই এক ভাষণে খামেনি ‘শত্রুদের জন্য ভয়াবহ প্রতিশোধ অপেক্ষা করছে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন। কুদস বাহিনীর নতুন প্রধান ইসমাইল ঘানিও বলেছেন, তেহরান ধাপে ধাপে সোলেমানি হত্যার বদলা নেবে।

 

ঢাকা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়