ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোহমের ভৌতিক অভিজ্ঞতা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৯, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোহমের ভৌতিক অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক: টলিউডের জনপ্রিয় চিত্রনায়ক সোহম চক্রবর্তী। অ্যাকশন-কমেডি, রোমান্টিক, থ্রিলার ঘরানার অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন ভৌতিক ঘরানার ‘গল্প হলেও সত্যি’ সিনেমাতেও। দীর্ঘ পাঁচ বছর পর আবারো অভিনয় করলেন হরর-কমেডি ঘরানার ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’ নামে একটি সিনেমায়।

ব্যক্তিগত জীবনেও ভূতে বিশ্বাস করেন সোহম। সেই অভিজ্ঞতা জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সোহম বলেন, ‘যে বাড়িতে আমার জন্ম, সে বাড়ির সামনের রাস্তায় একদিন এক ছায়ামূর্তি দেখেছিলাম। তারপর একদিন ব্যালকনিতে দুপুরবেলা বসে খাচ্ছি, হঠাৎ দেখি, একটা লম্বা ছায়া! তার কোনো আকার নেই, কিচ্ছু নেই। সেটা ধীরে ধীরে এগিয়ে এসে ঘাড়টা ঘোরাল। ব্যস! আমি দৌড়ে পালিয়ে গিয়েছিলাম, মনে আছে! এগুলো সব ছোটবেলার ঘটনা।’

তিনি আরো বলেন, ‘শুটিং করতে গিয়ে পুরুলিয়ায় ভৌতিক অভিজ্ঞতা হয়েছে। সম্প্রতিও হয়েছে। কিছু দেখিনি, কিন্তু অনুভব করতে পেরেছি। যে ঘরে ছিলাম, সে ঘরের কোত্থাও কিছু নেই! রাতের বেলা অকারণে ধুপ-ধাপ, ধুপ-ধাপ শব্দ হচ্ছিল। দরজা খুলে দেখি, কোথাও কিছু নেই। কেউ নেই। সব ফাঁকা, শুনশান। তাহলে শব্দ করছে কে? তাছাড়া ঘরটাতে ঢোকামাত্রই মাথাটা প্রচন্ড ভারী হয়ে গিয়েছিল। তখনই বুঝেছিলাম, সমস্যা আছে। আসলে এটা আমি সেন্স করতে পারি। কোথাও কোনো নেগেটিভ এনার্জি থাকলে আমি বুঝতে পারি।’

এমন পরিস্থিতিতে পড়লে কী করেন? জবাবে সোহম বলেন, ‘কিচ্ছু করার নেই! কী করব? ভয় পেলেও মাথা ঠান্ডা রাখি। কখনো কখনো গায়ত্রী মন্ত্র জপ করি। তবে এতবার এনকাউন্টার হয়েছে, তবু কখনো হুড়োহুড়ি করিনি, অজ্ঞান হয়ে পড়ে যাইনি। এতবার দেখা-সাক্ষাৎ হয়েছে যে, এখন অভ্যস্ত হয়ে গিয়েছি।

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়