ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সোহান অধিনায়ক, বিসিবি একাদশে লিখন,অনি,গালিব

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোহান অধিনায়ক, বিসিবি একাদশে লিখন,অনি,গালিব

ক্রীড়া প্রতিবেদক: জুবায়ের হোসেন লিখন দীর্ঘদিন পর বিসিবির কোনো দলে সুযোগ পেলেন।

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। জাতীয় দলের হয়ে ৬ টেস্ট খেলা লেগ স্পিনারের সুযোগ মিলল এ দলে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে রোববার থেকে শুরু হতে যাওয়া এ ম্যাচে অংশ নিতে শনিবার ঢাকা ছেড়েছে বিসিবি একাদশে থাকা ক্রিকেটাররা। দলটির অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান।

জাতীয় দলের টেস্ট স্কোয়াডে থাকা কোনো ক্রিকেটার নেই এ দলে। আগের থেকেই জানা গিয়েছিল বিসিবি একাদশে থাকবেন এনামুল হক বিজয়, নাঈম ইসলাম। দল সাজাতে তরুণদের বেছে নিয়েছেন নির্বাচকরা। 

ফারদিন অনি, সাব্বির হোসেন, আসাদুল্লাহ গাবিল, সুমন খান তরুণদের মধ্যে অন্যতম। ফারদিন অনি বিপিএলে শেষ মৌসুমে খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। রাজশাহীর টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বির হোসেনের প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেক হয়েছে ২০১৭ সালে, খেলেছেন মাত্র ৪টি ম্যাচ। অনুর্ধ্ব-১৭ পেরিয়ে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট খেলছেন পেসার আসাদুল্লাহ গালিব। চট্টগ্রামের এ পেসার এ বছরের শুরুতে যুব দলের হয়ে অংশ নিয়েছিলেন ইয়ুথ টেস্টে। ঢাকা বিভাগের হয়ে এ বছর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক পেসার সুমন খানের। জুলাইয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলেছিলেন ১৯ বছর বয়সী এ পেসার।

বিসিবি একাদশ: ফারদিন অনি, সাব্বির হোসেন, আল-আমিন জুনিয়র,নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, কাজী নুরুল হাসান সোহান, ফজলে মাহমুদ রাব্বী, মানিক খান, সুমন খান, সালাউদ্দিন শাকিল,  জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান রানা. আসাদুল্লাহ গালিব ও ইরফান শুক্কুর।


রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়