ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সৌদি প্রশিক্ষণার্থীদের বহিষ্কার করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদি প্রশিক্ষণার্থীদের বহিষ্কার করবে যুক্তরাষ্ট্র

মার্কিন সামরিক স্থাপনাগুলো থেকে ১২ জনেরও বেশি সৌদি প্রশিক্ষণার্থীকে বহিস্কার করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

গত মাসে ফ্লোরিডার পেনাসাকোলা ন্যাভাল এয়ার স্টেশনে সৌদি বিমান বাহিনীর এক সেকেন্ড লেফটেনেন্টের বন্দুক হামলায় তিন মার্কিন নাবিক নিহত হয়। এরপরই সৌদি প্রশিক্ষণার্থীদের অবস্থান পর্যালোচনা করে মার্কিন সামরিক বাহিনী।

সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে তাদের সঙ্গে হামলাকারীর কোনো যোগসূত্র নেই। তবে এদের কয়েক জনের সঙ্গে চরমপন্থা আন্দোলনের সম্পর্ক থাকতে পারে।

প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, এসব সৌদি প্রশিক্ষণার্থীর কারো কারো কাছ থেকে শিশু পর্নোগ্রাফি উদ্ধার করা হয়েছে।

প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল রবার্ট কারভার এ ব্যাপারে বলেছেন, ‘পেনসাকোলা ট্র্যাজেডির পর প্রতিরক্ষা দপ্তর সৌদি আরব থেকে আসা বিদেশি শিক্ষার্থীদের ক্লাসরুম প্রশিক্ষণ কর্মসূচির ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে। একই সময় আমরা একটি পর্যালোচনা করেছি এবং আমরা বিদেশি শিক্ষার্থীদের যাচাই প্রক্রিয়া জোরদার করেছি’।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়