ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সৌদিতে দুর্ঘটনায় নিহতদের বাড়িতে মাতম

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদিতে দুর্ঘটনায় নিহতদের বাড়িতে মাতম

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের চার যুবকের মত্যুর সংবাদ কোন ভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। মাতম চলছে নিহত চারজনের বাড়িতে।

২৩ আগস্ট শুক্রবার সৌদি আরবের মদিনা নগরীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এ চার যুবক নিহত হন। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ও খাগকান্দা ইউনিয়নে।

এরা হলেন- কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে সুরুজ মিয়া(২৫) ও মোতালিব ব্যাপারীর ছেলে নুরা মিয়া (২৩) এবং পার্শ্ববর্তী গ্রাম খালিয়ারচরের মোকারমের ছেলে উজ্জ্বল(২২)।

অপরজন হলেন খাগকান্দা ইউনিয়নের চম্পক নগর গ্রামের আক্রম আলীর ছেলে রাসেল (২৪)। বিগত তিন বছর যাবৎ সৌদী আরবে বসবাস করতেন তিনি। একসঙ্গে চারজনের মৃত্যুর খবরে ওই দু’টি ইউনিয়নে এলাকাবাসির মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন রাইজিংবিডিকে জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত চার যুবকের পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়ে গেলো। দুটি ইউনিয়নের মানুষ শোকে আচ্ছন্ন। নিহতদের পরিবারকে সান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন তারা।

অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) ফিল্ড অফিসার আমিনুল হক রাইজিংবিডিকে জানিয়েছেন, আমরা নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করেছি। সৌদি থেকে নিহত চার যুবকের লাশ আনার ব্যাপারে ও পরিবার যেন সকল সুযোগ সুবিধা পায়, সে ব্যাপারে কাজ করছি।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট সকাল ১০ টার দিকে মদিনা নগরীতে কর্মস্থলে যাওয়ার সময় এক সড়ক দুর্ঘটনায় ওই চার যুবক নিহত হন। তারা একটি মাইক্রোবাসে চড়ে তাদের কর্মস্থল মদিনা আল ফাহাদ কোম্পানিতে যাচ্ছিলেন। এসময় আহত হন আরো কয়েকজন।


রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৫ আগস্ট ২০১৯/হাসান উল রাকিব/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়