ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সৌরভকে ছাড়িয়ে কোহলির রেকর্ড

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ২৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌরভকে ছাড়িয়ে কোহলির রেকর্ড

ক্রীড়া ডেস্ক : আজিঙ্কা রাহানে ও জাসপ্রিত বুমরাহদের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল দাপুটে জয় পেয়েছে ভারত। স্বাগতিক উইন্ডিজকে ৩১৮ রানের রেকর্ড ব্যবধানে পরাজিত করে তারা ৷

বিদেশের মাটিতে এটি এখনও পর্যন্ত ভারতের সব থেকে বড় টেস্ট জয় ৷ দলের এমন অনন্য নজির গড়ার দিনে বিরাট কোহলি ভেঙেছেন সৌরভ গাঙুলির একটি রেকর্ড।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কোহলির নেতৃত্বে বিদেশের মাটিতে এটি ছিল ভারতের ১২ নম্বর টেস্ট জয় ৷ এ জয়ের মধ্য দিয়ে সৌরভকে পেছনে ফেলেন কোহলি ৷ সৌরভের নেতৃত্বে ভারতীয় দল বিদেশের মাটিতে ২৮টি টেস্টের মধ্যে ১১টি ম্যাচে জয় তুলে নিয়েছে ৷ কোহলি এই নিয়ে দেশের বাইরে মোট ২৬টি টেস্টে নেতৃত্ব দিলেন জাতীয় দলকে ৷ বিদেশে সব থেকে বেশি টেস্ট জিতে ভারতীয় অধিনায়কদের মধ্যে এখন চূড়ায় অবস্থান করছেন কোহলি।

কোহলির আগে মহেন্দ্র সিং ধোনি বিদেশে ৩০টি টেস্টে অধিনায়কত্ব করেছেন ৷ জিতেছেন মাত্র ৬টি ম্যাচে ৷ তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে ৷ রাহুল দ্রাবিড় দেশের বাইরে ১৫টি টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন ৷ জিতেছেন পাঁচটি ম্যাচে ৷ অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে বিদেশে টেস্টে সাফল্যে তিনি ভারতের চতুর্থ সেরা অধিনায়ক ৷


রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়