ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

স্কুলছাত্র হত্যার দায়ে ৩ আসামির মৃত্যুদণ্ড

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৫, ১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্কুলছাত্র হত্যার দায়ে ৩ আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় ফারহান সাকিব নামের এক স্কুল ছাত্রকে হত্যার দায়ে ৩ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে মামলার অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদের আদালত এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কাজী সরওয়ার উদ্দিন, শহিদুল ইসলাম, মীর হোসেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির নাম হোসনে মোবারক রুবেল।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পিপি একেএম সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, ২০১৫ সালের ৬ জুন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার উত্তর মোবারকঘোনা এলাকায় পূর্ব শত্রুতার জেরে স্কুলছাত্র ফারহান সাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত ৩ জন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।


রাইজিংবিডি/চট্টগ্রাম/১ আগস্ট ২০১৯/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়