ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্ক্যানের পর মাশরাফির অবস্থা জানা যাবে

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৭, ৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ক্যানের পর মাশরাফির অবস্থা জানা যাবে

ক্রীড়া ডেস্ক : তৃতীয় টি-টোয়েন্টিতে নিজের শেষ ওভার বোলিং করতে এসে দ্বিতীয় বলে ডান হাতের কব্জিতে চোট পান মাশরাফি বিন মুর্তজা। মাঠে হাল্কা ট্রিটমেন্ট নেওয়ার পর ব্যাথা না কমায় মাঠ ছেড়ে উঠে যান মাশরাফি। মাশরাফির ওভারের চার বল করেন স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত।

ড্রেসিং রুমে বসে বরফ চিকিৎসা নেন মাশরাফি। ম্যাচের শেষ পর্যন্ত ড্রেসিং রুমেই ছিলেন তিনি। দলের বিশেষ প্রয়োজনে ব্যাটিংও করতেন। কিন্তু মাশরাফিকে আর নামার প্রয়োজন হয়নি। তবে পুরস্কার বিতরণী মঞ্চে এবং ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন টাইগার দলপতি।


পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফি বলেন,‘হাতের অবস্থা স্ক্যান করার পর জানা যাবে।’

মাশরাফির আগে এক্সট্রা কভারে ছক্কা বাঁচাতে গিয়ে বাউন্ডারি লাইনের পাশে থাকা বিজ্ঞাপনী বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়ে চোট পান ইমরুল কায়েস। বোর্ডের ওপর থাকা মোটা স্ক্রুর সাথে ধাক্কা খান এ ওপেনার। তার পরিবর্তে ম্যাচের বাকিটা সময় ফিল্ডিং করেন শুভাগত হোম।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়