ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ক্লাব ফেয়ার

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ২৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ক্লাব ফেয়ার

ছাইফুল ইসলাম মাছুম : রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্টামফোর্ড ক্লাব ফেয়ার-২০১৮’। আগামীকাল ২৯ সেপ্টেম্বর, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এই আয়োজনে ১৬টি ক্লাব অংশ নিবে।

ক্লাব ফেয়ার আয়োজন প্রসঙ্গে স্টিয়ারিং কমিটি অব স্টামফোর্ড ফোরামের আহবায়ক ও বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. ফারাহনাজ ফিরোজ রাইজিংবিডিকে বলেন, ‘স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে প্রতিষ্ঠিত বিভিন্ন ক্লাব সেবামূলক অনেক কাজ করছে। তাদের ইতিবাচক কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্লাবগুলোর সাফল্য উদযাপন করতেই আমাদের এই ক্লাব ফেয়ারের আয়োজন।’

তিনি আরো বলেন, ‘আমরা মনে করি ক্লাব ফেয়ারের মধ্য দিয়ে অন্য সাধারণ শিক্ষার্থীরাও ক্লাবে যুক্ত হয়ে বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে অংশ নিবে। এতে ব্যক্তি জীবনে তাদের যেমন দক্ষতা বাড়বে, ক্যারিয়ার লাইফেও তারা অন্যদের চেয়ে ভালো করবে।’

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ-এর সভাপতিত্বে ক্লাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, বোর্ড অব ট্রাস্টির সদস্য এবং স্টিয়ারিং কমিটি অব স্টামফোর্ড ফোরামের আহবায়ক ড. ফারাহনাজ ফিরোজ, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী। 

দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন পর্বে উপস্থিত থাকবেন নাগরিক টিভির সিইও আব্দুর-নূর-তুষার, সাংবাদিক-লেখক-উপস্থাপক তানভির তারেক, টেন মিনিট স্কুল এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, মোটিভেশনাল স্পিকার ডন সামদানি, অভিনেতা ইরেশ জাকের, ভ্যাট চেকার এর প্রতিষ্ঠাতা যুবায়ের হোসাইন, উই এর প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা, ইয়ুথ অপরচুনিটিস এর প্রতিষ্ঠাতা ওসামা বিন নূর, লিডসাস গ্লোবাল অ্যাকশন এর প্রতিষ্ঠাতা সাদিক আল সরকার, এফইএম এর প্রতিষ্ঠাতা যাইবা তাহিয়া।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ক্লাব ফেয়ার ২০১৮-তে অংশ নেওয়া ক্লাবগুলো হলো: স্টামফোর্ড মাদকবিরোধী ফোরাম, স্টামফোর্ড ইয়েস গ্রুপ,   স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম, স্টামফোর্ড ডিবেট ফোরাম, স্টামফোর্ড ভলান্টিয়ার্স ক্লাব, স্টামফোর্ড স্ট্রেবার্ড ফোরাম, স্টামফোর্ড বিজনেস ফোরাম, স্টামফোর্ড ফার্মা ফোরাম, স্টামফোর্ড ম্যাথ সার্কেল, স্টামফোর্ড কম্পিউটার সোসাইটি, স্টামফোর্ড লাইফ সাইন্স ক্লাব, স্টামফোর্ড ফটোগ্রাফিক সোসাইটি, স্টামফোর্ড ড্রামা সোসাইটি, স্টামফোর্ড রোড সেফটি অ্যান্ড কমিউনিকেশন ফোরাম, স্টামফোর্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ফোরাম, রোবটিক্স ক্লাব।

 


রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৮/মাছুম/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়