ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্টার সিনেপ্লেক্সে ‘স্ক্যারি স্টোরিজ টু টেল ইন দ্য ডার্ক’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৫, ৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্টার সিনেপ্লেক্সে ‘স্ক্যারি স্টোরিজ টু টেল ইন দ্য ডার্ক’

বিনোদন ডেস্ক: প্রতিবছর হলিউডে একাধিক ভৌতিক সিনেমা মুক্তি পেয়ে থাকে। এ পর্যন্ত অনেক সিনেমা বক্স অফিসে তোলপাড় করেছে। এ বছরও তার ব্যতিক্রম নয়। এরইমধ্যে মুক্তি পাওয়া ‘অ্যানাবেল কামস হোম’, ‘দ্য কার্স অব লা লোরনা’ সিনেমা দর্শকমহলে সাড়া ফেলেছে।

এবার মুক্তি পেলো ‘স্ক্যারি স্টোরিজ টু টেল ইন দ্য ডার্ক’। আজ শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে এটি। বাংলাদেশের দর্শকরা নগরীর স্টার সিনেপ্লেক্সে দেখতে পাবেন সিনেমাটি।

আলভিন স্কোয়ার্টজের বই ‘স্ক্যারি স্টোরিজ টু টেল ইন দ্য ডার্ক’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর অন্যতম প্রযোজক অস্কারজয়ী পরিচালক গিলের্মো দেল তোরো। পরিচালনা করেছেন নরওয়ের চলচ্চিত্র নির্মাতা আন্দ্রে ওভ্রেডাল। অভিনয় করেছেন— জো কলেত্তি, মাইকেল গারজা, গ্যাব্রিয়েল রাশ, অস্টিন আব্রামস, ডিন নরিস প্রমুখ।

ষাটের দশকের শেষ দিকে আমেরিকায় একটা পরিবর্তনের হাওয়া বইছিল। কিন্তু ছোট্ট শহর মিল ভ্যালিতে সে হাওয়া লাগেনি। সেখানে একটা অশান্তি পরিলক্ষিত হয়। সেখানকার প্রজন্মের উপর পরিবারের ছায়া তাড়িয়ে বেড়ায়। বিষয়টা আবিষ্কৃত হয় শহরের শেষ প্রান্তে থাকা তরুণী সারাহর ভয়ংকর গল্প থেকে।

স্ক্যারি স্টোরিজ সিরিজের এক বইতে তার নির্যাতিত জীবনের গল্প লেখা হয়। যা একদল টিন এজার, যারা সারাহর ভয়ানক বাড়িটি আবিষ্কার করে তাদের বাস্তব জীবনের সঙ্গে খুব মিলে যায়। শস্য ক্ষেতের একটা কাকতাড়ুয়া রীতিমতো তাড়িয়ে বেড়ায় তাদেরকে। নিজের ঘরেই ভয়ংকর সব অভিজ্ঞতার মুখোমুখি হয় তারা। গা ছমছমে এক একটা দৃশ্য, যা দর্শকের বুকে কাঁপন ধরাবে বলে মনে করেন পরিচালক।


রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়