ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের কচুয়ায় মিনারা বেগম (৪৫) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্বামী পারভেজ সিকদারকে আটক করেছে পুলিশ।

বুধবার ১৪ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে উপজেলার মাধবকাঠি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মিনারা বেগমের বোন মুন্নি বেগম জানান, মিনারা বেগম এলাকায় কবিরাজী চিকিৎসা করে সংসার চালাতো। তার স্বামী পারভেজ শিকদার ছিলো বেকার। কোন আয় উপার্জন না করায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। স্বামীকে কাজের কথা বললেই মিনারা বেগমকে মারধর করা হতো। বুধবার বাড়িতে আর কেউ না থাকায় তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে খাটের ওপর লাশ কাপড় দিয়ে ঢেকে রাখে। আমরা এঘটনায় দোষিদের বিচার দাবী করছি।

বাগেরহাটের কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ সফিকুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে পারভেজ শিকদার তার স্ত্রী মিনারা বেগমকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে নিজে কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্ঠা চালায়। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ পারভেজ শিকদারকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে পুলিশ প্রহরায় আসামী চিকিৎসাধীন রয়েছে।

এঘটনায় নিহতের ভাই ওবায়দুল বাদি হয়ে দুজনকে আসামী করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।


রাইজিংবিডি/বাগেরহাট/১৫ আগস্ট ২০১৯/আলী আকবর টুটুল/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়