ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্ত্রীকে দিয়ে অন্যের ব্যবসা দখল!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রীকে দিয়ে অন্যের ব্যবসা দখল!

নিজের স্ত্রীকে দিয়ে অন্যকে নির্যাতন মামলায় ফাঁসিয়ে তার ক্যাবল ব্যবসা দখলে নেয়ার অভিযোগ উঠেছে রাজধানীর এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ভুক্তভোগী আমির বক্স মন্ডল সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের লাইসেন্সপ্রাপ্ত স্যাটেলাইট ক্যাবল ব্যবসায়ী।

আমির বক্সের অভিযোগ, লুক মিডিয়া নেটওয়ার্ক-এর মালিক মো. হারুন ও তার স্ত্রী ফারজানা জুঁই ‘ষড়যন্ত্র করে’ তার ব্যবসা দখল করতে চাইছে।

লিখিত অভিযোগে আমির বক্স মন্ডল বলেন, ‘২০০৬ সাল থেকে রাজধানীর ওয়ারি, মতিঝিল, টিকাটুলি, গোপীবাগ এলাকায় ফুয়াদ ফয়সালের সঙ্গে যৌথভাবে ‘জিটিএস ক্যাবল’ নামে ব্যবসা পরিচালনা করছি। এর আগে ওই এলাকায় লুক মিডিয়া নেটওয়ার্ক দীর্ঘ দিন ধরে ডিশ ব্যবসা পরিচালনা করে আসছিল। কিন্তু তথ্য গোপনের অভিযোগে ২০১৫ সালে তার লাইসেন্স স্থগিত করা হয়। এরপর থেকে গ্রাহকরা ভালো সেবার আশায় আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়।’

‘আমরা ওই এলাকায় ব্যবসা পরিচালনা করছি, এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি। গ্রাহকদের কাছে নিরবিচ্ছিন্ন সংযোগ প্রদান করে আসছি। আমার ব্যবসা নিয়ে কোনো গ্রাহকের কোনো অভিযোগ না থাকলেও লুক মিডিয়ার মালিক মো. হারুন এবং তার স্ত্রী ফারজানা জুঁই নানাস অভিযোগ আনছে। এগুলো মিথ্যা ও বানোয়াট।’

লুক মিডিয়ার কর্নধার ফারুক তাকে বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন অভিযোগ করে আমির বক্স বলেন, ‘ফারুকের বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে।এখন আমাদের ব্যবসা দখলে নিতে সে এবং তার স্ত্রী নানাভাবে চেষ্টা করছে। এমনকি তার স্ত্রী আমাকে নারী নির্যাতন মামলায় ফাঁসানোর হুমকিও দিয়েছেন।’


ঢাকা/পারভেজ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়