ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্ত্রীসহ সাবেক সাংসদ শামছুলের সম্পদের নোটিশ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রীসহ সাবেক সাংসদ শামছুলের সম্পদের নোটিশ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক সাংসদ শামছুল হক ভূঁইয়া ও তার স্ত্রীর সম্পদের বিবরণী জমা দেয়ার জন্য নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে ওই নোটিশ পাঠানো হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেছেন।

সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলমের সই করা নোটিশে তাদেরকে আগামি ২১ কর্মদিবসের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণী দাখিল করার অনুরোধ করা হয়েছে।

শামছুল হক ভূঁইয়া ২০১৪ সালে চাঁদপুর-৪ আসনে (ফরিদগঞ্জ) আওয়ামী লীগ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। তার স্ত্রী ডা. আনোয়ারা হক পেশায় একজন চিকিৎসক।

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গত ৬ মে শামছুল হক ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর মালিকানাধীন অ্যাপোলো গ্রুপের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগও আছে।

 

রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৯/এম এ রহমান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়