ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

স্বচ্ছ নির্বাচনে ইভিএমের বিকল্প নেই

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বচ্ছ নির্বাচনে ইভিএমের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, আমরা যদি স্বচ্ছ নির্বাচন চাই তাহলে সেখানে ইভিএমের বিকল্প নেই।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তার নিজ কক্ষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইভিএম নিয়ে আমরা এবং দেশের জনগণ  সন্তুষ্ট। আপনারা দেখেছেন বগুড়া নির্বাচন ইভিএম দিয়ে করেছি। সেখানে আমরা শতভাগ সফল।

মহাপরিচালক বলেন, আমরা চাই দেশের জনগণ ইভিএম সম্পর্কে আরো ভালো করে জানুক। তবে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই গুজবে কান দিবেন না। অনেকে বলেন ইভিএম হ্যাক করা জায়। আমি বলব এমন যদি কেউ বলে থাকে তাহলে আসুক আমাদের কাছে হ্যাক করে দেখাক পারে কিনা।

হালনাগাদ প্রসঙ্গ তিনি বলেন, আমরা খুব সতর্কতার সাথে হালনাগাদের কাজ করছি। প্রবাসীরা খুব সহজে যেন ভোটার হতে পারেন সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৯/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়