ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

স্বতন্ত্র এমপি বাবলুর জাপায় যোগদান স্থগিত

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বতন্ত্র এমপি বাবলুর জাপায় যোগদান স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : বগুড়া-৭ আসন থেকে নির্বাচিত সতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর জাতীয় পার্টিতে (জাপা) যোগদান স্থগিত করা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালি এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে জাপায় যোগ দেয়ার কথা ছিল কথা ছিল রেজাউল করিম বাবলুর। এজন্য রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া-৭ আসন। একাদশ সংসদ নির্বাচনে সেই আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু ১ লাখ ৯০ হাজার ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী মো. আলতাফ আলী। তিনি ২৬ হাজার ৫৪ ভোট পেয়েছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/২৭ আগস্ট ২০১৯/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়