ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সহযোগিতায় আগ্রহ ডেনমার্কের

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ১২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাস্থ্য খাতের উন্নয়নে সহযোগিতায় আগ্রহ ডেনমার্কের

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে ডেনমার্ক।

রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথার।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের সাম্প্রতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, ‘এ দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে চায় ডেনমার্ক।’ তিনি গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী আগামীতে বাংলাদেশের জনগণের স্বাস্থ্যমান উন্নয়নে ভূমিকা রাখতে ডেনমার্কের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত আট বছরে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে।’



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৭/হাসান/তৈয়বুর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়