ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্মিথ-লাবুশেনে ইংল্যান্ডের হতাশার দিন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪১, ৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্মিথ-লাবুশেনে ইংল্যান্ডের হতাশার দিন

তৃতীয় উইকেটে ১১৬ রানের বড় জুটি গড়েন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন

ক্রীড়া ডেস্ক : চোটের কারণে তৃতীয় টেস্টে খেলতে পারেননি। কিন্তু স্টিভেন স্মিথের ব্যাটের ধার কমেনি একটুও। ফিরেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। দারুণ ব্যাটিং অব্যাহত রয়েছে মার্নাস লাবুশেনেরও। তাতে শুরুর ধাক্কা সামলে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে শক্ত ভিত পেয়েছে অস্ট্রেলিয়া। 

অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিনে ছিল বৃষ্টির দাপট। খেলা হতে পেরেছে মাত্র ৪৪ ওভার। অস্ট্রেলিয়া তুলেছে ৩ উইকেটে ১৭০ রান। স্মিথ অপরাজিত আছেন ৬০ রানে। ১৮ রানে অপরাজিত ট্রাভিস হেড।

ম্যানচেস্টারে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে ২৮ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান স্টুয়ার্ট ব্রড। সপ্তম ওভারে আরেক ওপেনার মার্কাস হ্যারিসও ব্রডের শিকার, এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নিয়েও রক্ষা হয়নি তার।

 

 

এরপরই প্রতিরোধ গড়ে তোলেন লাবুশেন ও স্মিথ। স্মিথ মাথায় আঘাত পাওয়ার পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ‘কনকাশন সাব’ হিসেবে নেমে ফিফটি করেছিলেন লাবুশেন। এরপর জোড়া ফিফটি করেন পরের টেস্টে।

সেই ধারাবাহিকতায় তিনি পেয়েছেন টানা চতুর্থ ফিফটি। একদিন আগে বিরাট কোহলিকে পেছনে ফেলে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসা স্মিথ পেয়েছেন অ্যাশেজে টানা অষ্টম ফিফটি।

লাবুশেনকে ফিরিয়ে ১১৬ রানের বড় জুটি ভাঙেন এই টেস্টে ফেরা ক্রেইগ ওভারটন। এরপর স্মিথ চালিয়ে গেছেন হেডকে সঙ্গী করে। আক্রমণাত্মক ব্যাটিং করা হেডের সঙ্গে স্মিথের জুটি জমে উঠছিল যখন, তখনই সারাদিনে আরো কয়েকবারের মতো আবার বাগড়া দেয় বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও মাঠ ভেজা থাকায় আর খেলা শুরু হতে পারেনি।


রাইজিংবিডি/ঢাকা/৫ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়